• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিদেশি কোম্পানির সঙ্গে সিটিসেলের চুক্তি

অনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট ২০১৬, ২১:২৩

রাজস্ব বকেয়া পরিশোধে বিদেশি বিনিয়োগকারী কোম্পানির সঙ্গে চুক্তি করেছে দেশের প্রথম বেসরকারি মোবাইল ফোন কোম্পানি সিটিসেল।

বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানায় সিটিসেল কর্তৃপক্ষ।

সিটিসেলের হেড অব করপোরেট কমিউনিকেশন্স তাসলিম আহমেদ জানান, একটি বিদেশি বিনিয়োগকারী কোম্পানির সঙ্গে চুক্তি সই হয়েছে। সেই কোম্পানির অর্থ দিয়ে সরকারের দেনা এবং ব্যাংক ঋণ পরিশোধ করা হবে।

তিনি বলেন, যেহেতু এখনও বিটিআরসিকে নোটিশ করিনি, সে কারণে কোম্পানির নাম বলা যাচ্ছে না।

গেল মঙ্গলবার টেলিযোগাযোগ বিভাগ সিটিসেল বন্ধের নীতিগত সিদ্ধান্ত নেয়। আগামি ২৩ আগস্ট পর্যন্ত গ্রাহকদের বিকল্প সেবা গ্রহণের সময় দেয়া হয়।

৪৭৭ কোটি ৫১ লাখ টাকা রাজস্ব বকেয়া রয়েছে সিটিসেলের। গ্রাহকদের উদ্দেশে এক বিজ্ঞপ্তিতে ১৬ আগস্টের মধ্যে বিকল্প সেবা গ্রহণের পরামর্শ দেয় বিটিআরসি। পরে তা আরো সাত দিন বাড়ানো হয়।

এদিকে, সিটিসেলের বিরুদ্ধে বকেয়া আদায়ে হাইকোর্টে মামলা করেছে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক করপোরেশন। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৪ সেপ্টেম্বর দিন ঠিক করেন আদালত। সিটিসেলের কাছে ৩ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার পাবে ব্যাংকটি।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh