• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জয়পুরহাটে ৭ জনের ফাঁসি

অনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট ২০১৬, ১৭:১১

জয়পুরহাটে আব্দুল মতিন (৩০) হত্যা মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিলেন আদালত। অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

বুধবার দুপুরে দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুর রহিম এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁশলি অ্যাডভোকেট নৃপেন নাথ মণ্ডল জানান, সাক্ষীদের দেয়া তথ্যমতে এবং পুলিশের অভিযোগপত্র সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার ধারকী গ্রামের ওয়াজেদ আলী তোরাফ (৪৫), চৈতুন মোল্লা (৪৩), ছাফাদুল (৩৮), মছিরউদ্দিন (৪৮), আনু (২০), আবু হাসান দিলীপ (২৫) ও মন্টু মিয়া (৩০)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন একই গ্রামের মাহবুব আলম বাবু (২৫)।

২০০৬ সালের ২৭ অক্টোবর ধারকী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল মতিনকে পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই দিন রাতে নিহতের ভাই সদর থানায় ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

২০০৭ সালের ৩০ মার্চ তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানী আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত সাতজনের মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh