• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মৃধাসহ ৩ জনের ৪ বছরের জেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৭, ১৪:০৯

নিয়োগ দুর্নীতি মামলায় বাংলাদেশ রেলওয়ের বরখাস্ত মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ তিনজনকে ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। জানালেন বিভাগীয় বিশেষ পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মো. রহুল আমিন এ আদেশ দেন।

মামলায় কারাদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন, বরখাস্ত হওয়া রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান।

মেজবাহ উদ্দিন বলেন, রেলের নিয়োগ দুর্নীতির দু’ মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শেষ হয় বুধবার। পরে আদালত মামলার রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেন। আজ আদালত মৃধাসহ ৩ জনকে ৪ বছর করে কারাদণ্ড দেন।

এছাড়া আসামিদের প্রত্যককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

২০১২ সালর ১০ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের ফুয়েল চেকার নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করে দুদক। পরে ২০১৩ সালের ১৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

২০১৪ সালের ৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করলে মৃধাকে কারাগারে পাঠানো হয়।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh