• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কমছে ইন্টারনেটের দাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৭, ১৯:৩৮

গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে সরকার। এজন্য এ খাতের ওপর আরোপিত বিদ্যমান ভ্যাট ও ট্যাক্সের হার কমানোর প্রস্তাব করা হবে। বললেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার সচিবালয়ে টেলিকম অপারেটর ও ইন্টারনেট গেটওয়ে সেবাদাতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

তারানা হালিম বলেন, ইন্টারনেটের দাম কমানো হবে। প্রয়োজনে এ খাতে মূসকসহ সব ধরনের কর কমানো হবে। এ সংক্রান্ত চিঠি শিগগিরই অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি বলেন, ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে মোবাইলফোন অপারেটরসহ সংশ্লিষ্ট পক্ষকে প্রস্তাব জমা দেয়ার জন্য বলা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মোবাইল ফোন অপারেটর টেলিটকের কাছে সরকারের পাওনা টাকা সরকারি ইক্যুইটি হিসেবে বিবেচনা করতে বলেছেন প্রধানমন্ত্রী। টেলিটকের কাছে সরকার প্রায় তিন হাজার কোটি টাকা পাবে। এতে এ টাকা টেলিটকের নিজস্ব সম্পদ হিসেবে বিবেচ্য হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh