• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সবুজের আয়োজন 'প্ল্যান্ট ফর প্ল্যানেট'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৫৬

কোমলমতী শিক্ষার্থীদের সবুজমনস্ক করারা লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন গ্রিন সেভারস অ্যাসোসিয়েশন ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে।

বুধবার রাজধানীর ধানমন্ডির আলি হোসেন গার্লস হাইস্কুলে 'প্ল্যান্ট ফর প্ল্যানেট' শিরেনামে এ আয়োজনটি হয়।

আয়োজনের মূল উদ্দেশ্য ছিলো শিক্ষার্থীদের পরিবেশ সম্মত আচরণগুলোর সঙ্গে অভ্যস্ত করা, পরিবেশের প্রতি দায়িত্ববান হওয়া, পরিবেশসম্মত কাজে তাদের অংশগ্রহণ ও অংশিদারিত্ব বাড়ানো।

সংস্থাটি গেলো ৩ বছর ধরে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড সেইলরের সঙ্গে কাজ করছে।

প্রতিবারের মতো এবারের আয়োজনেও শিক্ষার্থীরা সেইলরের দেয়া ড্রামে আল্পনা করে। পরে ড্রামে গাছ লাগিয়ে বিদ্যালয়ে ছাদ ও প্রাঙ্গণে গড়ে তোলে বাগান।

প্রতিটি ড্রামে নিজের নাম ও রোল নম্বর লিখে রাখে। যাতে গাছগুলোর প্রতি নিজেরাই যত্নবান হয়ো ওঠে।

আয়োজনে বৃক্ষরোপণ ও এর পরিচর্যার বিভিন্ন পদ্ধতি ও নিয়ম হাতে কলমে শেখানো হয়। শুধু তাই নয় বাগান করে দেয়ার পর রক্ষাণাবেক্ষণ করারও দায়িত্ব গ্রহণ করেছে প্রতিষ্ঠান দুটি।

নতুন চারা প্রদান, সিজনাল চারা পরিবর্তনসহ গাছের রোগবালাই দমনে প্রতি মাসেই ফ্রি বাগান সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠান দুটি।

'প্ল্যান্ট ফর প্ল্যানেট' অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আহসান রনি, ইপিলিয়ন গ্রুপের সিএসআর ম্যানেজার এস এম নাজমুল আহসানসহ স্কুলের শিক্ষক ও কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

ওয়াই/এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh