• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৯ বছর পর ভিকারুন্নিসার গভর্নিং বডির নির্বাচন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ এপ্রিল ২০১৭, ২৩:২২

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দেন ভোটাররা। আজ রাতেই ফলাফল ঘোষণা করা হবে।

দীর্ঘ ৯ বছর পর এই নির্বাচন হওয়ার ফলে অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সিলেকশন প্রথা বাদ দিয়ে এবারই প্রথম সরাসরি অভিভাবকদের ভোটে নির্বাচিত হবেন অভিভাবকদের প্রতিনিধি।

প্রতিষ্ঠানটির চারটি শাখায় ভোটার সংখ্যা প্রায় ২৩ হাজার। মোট ৯টি পদের জন্য লড়ছেন ৪২ জন প্রার্থী। নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন সভাপতি হবেন। এর ফলে স্কুল কমিটিতে স্থানীয় এমপিদের কর্তৃত্ব আর থাকবে না।

স্কুলের অধ্যক্ষ ও প্রিজাইডিং কর্মকর্তা নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামিতে সিলেকশনের পরিবর্তে ইলেকশনের মাধ্যমে স্কুল কমিটি পরিচালনার ধারা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh