• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

একাত্তরে গণধর্ষণকে গণহত্যা হিসেবে স্বীকৃতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ এপ্রিল ২০১৭, ১৪:৪৫

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সময়ে গণধর্ষণকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জানালেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর তুরিন আফরোজ।

বুধবার দুপুরে কিশোরগঞ্জের দু’ রাজাকারের ফাঁসির রায়ে এ স্বীকৃতি দেয়া হয়।

তুরিন আফরোজ বলেন, এই মামলায় দু’ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের গণধর্ষণের অভিযোগ ছিলো । যে অভিযোগে তাদের ফাঁসির আদেশ দেয়া হয়েছে।

আমরা অনেক চেষ্টা করেছি মুক্তিযুদ্ধের সময় ধর্ষণকে জেনোসাইড হিসেবে প্রতিষ্ঠিত করতে। দালিলিক সাক্ষ্য প্রমাণেও যাতে কোনো ঘাটতি না থাকে সেদিকে সচেষ্ট ছিলাম। অবশেষে ট্রাইব্যুনাল আজ এই রায়ের মধ্য দিয়ে যুদ্ধকালীন ধর্ষণকে গণহত্যা ঘোষণা দিলেন।

তিনি বলেন, প্রথমবারের মতো একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া ধর্ষণ ও গণধর্ষণকে গণহত্যা বলে স্বীকৃতি দেয়া হলো। যেটাকে জেনোসাইডাইল রেপ বলা হয়েছে। যার শাস্তিও মৃত্যুদণ্ড।

প্রসিকিউটর আরো বলেন, আন্তর্জাতিক প্রথাগত আইন অনুসারে যুদ্ধ আইনের বিষয়গুলো এ মামলায় স্থান পেয়েছে। এটিও আমাদের প্রসিকিউশনের সাফল্য। এমনকি আসামিদের বিরুদ্ধে আনা ৬টি অভিযোগই প্রমাণ করতে সক্ষম হয়েছি।

এইচটি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh