• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এরশাদের রাডার দুর্নীতি মামলার রায় বুধবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ এপ্রিল ২০১৭, ০৯:১১

রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতির মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদসহ চারজনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করবেন।

মামলার অপর আসামিরা হলেন, সাবেক সহকারি বিমান বাহিনীর প্রধান সুলতান মাহমুদ, মমতাজ উদ্দিন আহমদ ও ইউনাইটেড ট্রেডার্স লিমিটেডের পরিচালক একেএম মুসা। আসামিদের মধ্যে মুসা পলাতক রয়েছেন।

আদালতের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল জানান, বুধবার বেলা ৩টার দিকে এ রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণার সময় এরশাদকে আদালতে হাজিরের কথা বলা হয়েছে।

রাডার ক্রয়ে দুর্নীতির এই মামলায় ২০১৪ সালের ২৪ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৪ সালের ২৭ অক্টোবর এরশাদসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৯৯৫ সালের ১২ আগস্ট এরশাদসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১৯৯৮ সাল পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল। পরবর্তী সময়ে ২০১০ সালের ১৯ আগস্ট মামলায় বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh