• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভুয়া অ্যাকাউন্ট বন্ধে ফেসবুকের অভিযান

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ এপ্রিল ২০১৭, ১৩:৩৯

ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সামাজিক যোগাযোগের সবচে’জনপ্রিয় মাধ্যম ফেসবুক।

ফেসবুকের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার শাবনাম শেখ শুক্রবার সিকিউরিটি ব্লগে নোট পাবলিশ করেন। এতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের নাম উল্লেখ করেন তিনি। এছাড়া আরো কয়েকটি দেশে এ কার্যক্রম চলবে।

ওই নোটে বলা হয়, গেলো ছয়মাস ধরেই ভুয়া অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করতে কাজ করছেন তারা। আর এগুলো বন্ধ করতে কয়েকটি বিশেষ কৌশল নেয়া হয়েছে।

শাবনাম জানান, ফেসবুকে যখন কেউ নিজের প্রতিনিধিত্ব করেন, তখন তিনি বাস্তব জীবনের মতো দায়িত্বশীলতা দেখান। ভুয়া অ্যাকাউন্টে এ নিয়ম মানা হয় না। এখান থেকে স্প্যাম ছড়ায়।