• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউডা’য় বর্ষবরণের প্রস্তুতি শেষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৭, ১৭:৩১

প্রতিবছরের মতো এবারো বাংলা নববর্ষ উদযাপনে নানা আয়োজন করেছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) ফাইন আর্টস বিভাগ। এ আয়োজনে থাকছে মঙ্গল শোভাযাত্রাও।

এবারের শোভাযাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে নানা আকৃতির তরমুজ, সানকি ও পিপড়া। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রাটি ধানমণ্ডির বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত চৌধুরী জানান, ‘বাংলা নববর্ষ ১৪২৪’ উদযাপন অনুষ্ঠান শুক্রবার সকাল ৯টায় ধানমন্ডির চারুকলা অনুষদ ভবনের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানের ভিডিও ও স্থির চিত্র ধারণ করবেন।

ফাইন আর্টস বিভাগের সাবেক শিক্ষার্থী মুহাম্মদ নাইম কবীর হিমেল জানান, এবার ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে বৈশাখের আয়োজন। প্রতিবছরের মতো ধানমণ্ডিবাসীকে এবারো নতুন কিছু উপহার দেবে ইউডা ফাইন আর্টস।

তিনি আরো জানান, শিক্ষকদের সঙ্গে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বেশ আগ্রহ নিয়ে নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। বৈশাখকে রঙিন করে তুলতে রাত-দিন কাজ করছে শিক্ষার্থীরা।

ওয়াই/এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh