• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অ্যাপলের বিরুদ্ধে মামলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০১৭, ২০:২৮

পর্দা ভেঙে যাওয়ায় তৃতীয় পক্ষের মাধ্যমে মেরামত করানো আইফোনে সফটওয়্যার আপডেট বন্ধ করে দেয়ায় আমেরিকান টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে মামলা করলো অস্ট্রেলিয়ান ভোক্তা পণ্য নীতি নির্ধারক কর্তৃপক্ষ।

বুধবার অ্যাপলের বিরুদ্ধে এই মামলা করা হয়।

অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজ্যুমার কমিশন-এসিসিসি চেয়ারম্যান রড সিমস বলেন, অস্ট্রেলিয়ান কনজিউমার আইনের আওতায় ভোক্তা পণ্যের নিশ্চয়তা স্বাধীনভাবে প্রস্ততকারকের ওয়্যারেন্টির ওপর নির্ভর করে। তৃতীয় পক্ষের মাধ্যমে পণ্য মেরামত করলেও এর ব্যত্যয় ঘটে না।

অস্ট্রেলিয়ার শত শত আইফোন ও আইপ্যাড ‘ব্রিক’ বা অকেজো করে দিয়েছে অ্যাপল। পরে তা আনলক করতে অস্বীকৃতি জানিয়েছে অ্যাপল।

আদালতের নথিতে এসিসিসি জানায়, তৃতীয় পক্ষকে দিয়ে ডিভাইসগুলো মেরামত করানোর কারণেই এগুলো বন্ধ করেছে অ্যাপল।

রয়টার্স’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬-এর ফেব্রুয়ারি পর্যন্ত যেসব আইফোন ও কম্পিউটারে সফটওয়্যার আপডেট ডাউনলোডের পর সংযুক্ত করার চেষ্টা করা হয়েছে, সেসব রিস্টোরড হয়নি।

এ বিষয়ে অ্যাপলের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

কে/ এএইচসি/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh