• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাঈদীর রিভিউ আপিল বিভাগের কার্যতালিকায়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৭, ০৯:১৫

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রিভিউ পিটিশন আপিল বিভাগের শুনানি তালিকায় আনা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপক্ষের করা আবেদনও (রিভিউ) এ কার্যতালিকায় আনা হয়েছে।

সোমবার আপিল বিভাগের কার্যতালিকায় দেখা যায় ১৪৭ নম্বরে রয়েছে এই পিটিশন।

সাঈদীর সর্বোচ্চ সাজা চেয়ে রিভিউ করেছে রাষ্ট্রপক্ষ। আর খালাস চেয়ে রিভিউ করেছেন আসামি। রিভিউ দুটি কার্যতালিকায় এসেছে। এখন শুনানি হবে।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যার দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।
২০১৬ সালের ১২ জানুয়ারি সাঈদীর সর্বোচ্চ শাস্তি চেয়ে রাষ্ট্রপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করে। এর পাঁচদিন পর ১৭ জানুয়ারি খালাস চেয়ে রিভিউ করেন সাঈদী। আবেদনে সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় পুনর্বহাল চাওয়া হয়েছে।
আপিল বিভাগ এ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের ছয়টি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে ৫ জনের করা রায় পুনর্বিবেচনার আবেদনই খারিজ হয়েছে এবং তাঁদের ফাঁসিও কার্যকর হয়েছে। এ ৫ জন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং একই দলের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী।

শুধু সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিলেন আপিল বিভাগ।

২০১০ সালের ২৯ জুন সাঈদী গ্রেপ্তার হন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh