• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পোস্টারে ছেয়ে গেছে ‘মগবাজার-মৌচাক ফ্লাইওভার’

শাহাবুদ্দিন শিহাব

  ৩১ মার্চ ২০১৭, ১১:০৮

রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের কাজ পুরোপুরি শেষ হবার আগেই পোস্টারে ছেয়ে গেছে নানা অংশ। ১৩ শ’ কোটি টাকা খরচ করে বানানো হচ্ছে প্রায় নয় কিলোমিটার লম্বা মগবাজার-মৌচাক ফ্লাইওভার। অথচ কাজ পুরোপুরি শেষ হবার আগেই উড়াল সড়কটি পরিণত করা হয়েছে দেয়ালিকায়।

বাণিজ্যিক ও রাজনৈতিক ব্যানার ফেস্টুন আর পোস্টার লাগানো হয়েছে ফ্লাইওভারের বিভিন্ন পয়েন্টে । আর এসব অবৈধ বিজ্ঞাপনের মিছিলে নার্সিং হোম, সিনেমা, স্কুল-কলেজ, কোচিং সেন্টার, মোটর সাইকেল, কোমল পানীয়, ওরস শরীফ, রেন্ট-এ কার, ভাড়ার পোস্টার সাটিয়ে দেয়া হয়েছে। রয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের গুণগান। আর এই পোস্টার লাগানো অবৈধ প্রতিযোগিতায় একে অন্যের পোস্টার ছিড়ে রাস্তায় ফেলে রেখে পরিবেশ নোংরা করছে। অবস্থা দেখে মনে হয় যেন ফ্লাইওভারটি সরকার বানাচ্ছে এসব পরিবেশ দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রচার স্থাপনা হিসেবে।

বিশিষ্টজনদের মতে, আইনের প্রয়োগ হচ্ছে না বলে এমন অনিয়ম বাড়ছে। তাই সঠিকভাবে আইন প্রয়োগের তাগিদ দিলেন তারা।

এদিকে এসব অভিযানের পাশাপাশি বিজ্ঞাপন দেয়া প্রতিষ্ঠানগুলোর সেবা ও পণ্য পরিহার করার অনুরোধ জানিয়েছেন নগর উন্নয়ন কর্মকর্তারা।

সিটি করপোরেশেনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানালেন, এসব অপকর্মের দোসরদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

আরকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh