• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হানিফ ফ্লাইওভারের নিচে আবর্জনা আর দখল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মার্চ ২০১৭, ১৬:৪৩

তদারকির অভাবে দখল হয়ে যাচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের অংশ। একদিকে আবর্জনার স্তুপ, অন্যদিকে জমজমাট বাণিজ্য।

জানা গেছে, প্রতিদিন এখানে বেচাকেনা হয় হাজার হাজার প্রাণী। যেগুলোর খালি খাঁচা রাখা হয় ফ্লাইওভার’র নিচে। এসব আড়তে প্রতিদিন স্বাভাবিকভাবেই অনেক মুরগি মারা যায়। এভাবে যেখানে-সেখানে ফেলে রাখায় পরিবেশ দূষণের পাশাপাশি ছড়ায় রোগ-জীবাণু। এসব মুরগির একটি অংশ আবার সিন্ডিকেটের মাধ্যমে চলে যায় শহরের এক শ্রেণির হোটেল-রেস্তোরায়। অনেক সময় দূরের খোলা বাজারে। ডাস্টবিনে ফেলে রাখা এসব মুরগির বিভিন্ন অংশ কেনা-বেচাও হয় এখানে।

মরা মুরগির বাইরেও আছে অন্য চিত্র। মুরগির ওজন বাড়ানোতে এগুলোকে জোর করে খাওয়ানোও হয়। বঙ্গবাজারের সামনে ঘোড়ার আস্তাবল, গবাদি পশুর পালনক্ষেত্র, খাঁচা, আশপাশের দোকানের মালামালসহ, নানা আবর্জনায় ভরা। এছাড়া পাশেই আছে ভ্যান-রিকসার গ্যারেজ, দোকান-পাটসহ নানা অবৈধ দখল। তবে গ্যারেজ মালিকরা বলছেন, সরকার চাইলেই তারা উঠে যাবেন।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh