• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রাণভিক্ষা চাইলেন মুফতি হান্নান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০১৭, ২০:০৭

রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান। তিনি ব্রিটিশ হাইকমিশনারের ওপর হামলার দোষ স্বীকার করেন।

সোমবার সন্ধ্যায় কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মনির হোসেনের মাধ্যমে তিনি প্রাণভিক্ষার আবেদন করেন।

এদিকে এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি শরীফ শাহেদুল বিপুলও প্রাণভিক্ষা চাইবেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

মামলার অপর আসামি দেলোয়ার হোসেন রিপন সিলেট জেলা কারাগারে রয়েছেন। রিপন ইতিমধ্যে প্রাণভিক্ষা চেয়েছেন।

রিভিউ খারিজ এবং মৃত্যুদণ্ড বহালের রায় গেলো ২২ মার্চ মুফতি হান্নানকে পড়ে শোনানো হয়।

এর আগে ১৯ মার্চ রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তিন জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেয়া রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজ করে দেন।

সিলেটে হযরত শাহজালালের(র.)মাজারে ২০০৪ সালের ২১ মে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দু’ কর্মকর্তাসহ তিনজন নিহত হন।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh