• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কয়েকটি স্থানে ঈদ উদযাপন

অনলাইন ডেস্ক
  ০৬ জুলাই ২০১৬, ১৪:৫১

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্নস্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দিনাজপুরের সদর, চিরিরবন্দর, কাহারোল এবং বিরল উপজেলার বেশ কিছু এলাকায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লীরা। সকাল ৮টায়, শহরের পার্টি সেন্টারে অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন হাফেজ মোহাম্মদ হিজবুল্লাহ। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১৩ টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। সকাল ৮ টার ঈদের নামাজের ইমামতি করেন ইমাম আসাদুজ্জামান। বরিশালে কাদেরিয়া ও চিশতিয়া তরিকার অনুসারিরা ঈদ উদযাপন করছেন। সকাল নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত জেলার ৫ উপজেলার প্রায় ১০ হাজার মানুষ ঈদের জামায়াতে অংশ নেন। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, শাহরাস্তি ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ ঈদ উদযাপন করছেন। ভোলার তিন উপজেলার ৯, লক্ষ্মীপুরের ৮, মাদারীপুরের ১০ গ্রাম এবং শরীয়তপুরের চার উপজেলার ৩০ টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh