• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এরশাদের মামলার রায় হয়নি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০১৭, ২১:২৫

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাজার আপিলের রায় ঘোষণা করা হয়নি।

বৃহস্পতিবার রায় ঘোষণার কথা ছিল। এ মামলার সব নথি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দপ্তরে পাঠানো হয়েছে।

বিচারপতি রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ মামলার নথি প্রধান বিচারপতির দপ্তরে পাঠান।

দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান আরটিভি অনলাইনকে জানান, মামলা সংশ্লিষ্ট দু'টি আবেদন উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। আবেদনগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত রায় না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে মামলার সব নথি প্রধান বিচারপতি বরাবর পাঠিয়ে দেয়া হয়েছে।

পরবর্তী প্রক্রিয়া প্রধান বিচারপতি নির্ধারণ করবেন বলেও তিনি জানান।

আদালতে এরশাদের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান।

১৯৯১ সালের ৮ জানুয়ারি দুর্নীতির একটি মামলা করা হয়। ওই মামলায় এক কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়। ঢাকার বিশেষ জজ আদালত ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি এক রায়ে এরশাদকে ৩ বছরের কারাদণ্ড দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন এরশাদ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh