• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আইসিটি মামলায় পুলিশ প্রতিবেদনের আগে জামিনের আবেদন নয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০১৭, ১৮:৩৪

আইসিটি আইনের মামলায় পুলিশ প্রতিবেদনের আগে জামিন শুনানির আবেদন নেবে না সাইবার ট্রাইব্যুনাল। জানিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় পুলিশ প্রতিবেদন দেয়ার আগে আসামির জামিনের আবেদন শুনানির জন্য গ্রহণ করায় সাইবার ট্রাইব্যুনালের বিচারক এবং শুনানির জন্য গ্রহণ না করায় মাগুরার জেলা ও দায়রা জজকে সতর্ক করা হয়েছে।

এ আদেশের কপি দেশের সব দায়রা জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর নির্দেশও দেয়া হয়েছে।

তথ্যপ্রযুক্তি আইনের মামলার আসামি আহমেদ সবুজকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট আমিমুল এহসান জোবায়ের। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জমান কবির।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh