• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন উপাচার্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০১৭, ১৫:১৭

প্রায় ১৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শিক্ষক-কর্মকর্তাসহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর রশিদ মুক্ত হয়েছেন। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে সমঝোতার প্রেক্ষিতে মঙ্গলবার রাত ৩টার দিকে তারা মুক্ত হন।

পাঁচ দফা দাবিতে ক্লাস বর্জন করে মঙ্গলবার দুপুরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সারাদিন বন্ধ থাকে প্রশাসনিক কার্যক্রম। সারাদিনে কোনো সমঝোতা না হলে রাত তিনটার দিকে সমঝোতার প্রেক্ষিতে ফটকের তালা খুলে দেয়া হয়।

রেজিস্টার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত সাংবাদিকদের জানান, ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সেমিনারের মাধ্যমে তাদের দাবির বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তবে তাদের এ দাবি অযৌক্তিক বলে মনে করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আর/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh