• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মৃত্যু পরোয়ানা শুনলেন মুফতি হান্নান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০১৭, ১১:২৫

মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান এবং তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে। জানালেন জেল সুপার মিজানুর রহমান।

বুধবার সকাল ১০টায় কাশিমপুর ও সিলেট কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে এ পরোয়ানা পড়ে শোনানো হয়।

মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাতে ফাঁসির দণ্ড পাওয়া আসামিদের রিভিউ আবেদন খারিজের রায় কারাগারে পৌঁছে। বুধবার সকালে তাদের মৃত্যু পরোয়ানা পড়ে শুনানো হয়।

তিনি বলেন, আইন অনুযায়ী এখন আসামিরা রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন।

২০০৪ সালের ২১ মে সিলেটে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ পুলিশসহ ৩ জন নিহত হন। আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ কমপক্ষে ৪০ জন।

বিচার কাজ শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সামীম মোহাম্মদ আফজাল মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসির রায় দেন। এবং দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।

গেলো বছরের ৭ ডিসেম্বর মুফতি হান্নানসহ ৩ আসামির আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন সর্বোচ্চ আদালত। মুফতি হান্নান ছাড়া মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর ২ আসামি হলেন-শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন।

এর পর গেলো ১৭ জানুয়ারি মুফতি হান্নানসহ ৩ জনের ফাঁসির আদেশ বহাল রেখে আপিল বিভাগের পুর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের সইয়ের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬৫ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

এর বিরুদ্ধে রিভিউ আবেদন করে আসামি পক্ষ। গেলো ১৯ মার্চ আবেদন খারিজ করে রায় বহাল রাখেন আপিল বিভাগ। ২১ মার্চ রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে সুপ্রিম কোর্টে। এর পর রায় পাঠানো হয়, কারা কর্তৃপক্ষ, বিচারিক আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ ৭ স্থানে।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh