• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

'ক্ষমতা বদলালেই ওরা ভ্যানিশ'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৭, ১৯:৪৬

'বুর্জোয়া সংগঠনগুলোর প্রতি সত্যিকারের ছাত্রদের সমর্থন নেই। ক্ষামতায় থাকলে সব দলেরই ছাত্র অঙ্গ সংগঠনটি রাজত্ব করে, ক্ষমতা দেখায়। কিন্ত ক্ষমতা বদলালেই ওরা হাওয়া হয়ে যায়। একেবারে ভ্যানিশ।' বললেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো।

সোমবার সকালে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের দু'দিনব্যাপী ২৭তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রনো উদাহরণ দিয়ে বলেন, 'এখন যেমন ক্যাম্পাসগুলোতে সরকার সমর্থক ছাত্রলীগের রাজত্ব চলছে। একসময় ছাত্রদলের রাজত্ব চলতো। এরশাদের সময়ে এনএসএফের রাজত্ব চলেছে। কিন্তু সরকার বদলানোর পর এদের খুঁজে পাওয়া যায়নি।'

তিনি আরো বলেন, 'এখন আদর্শিক রাজনীতি অনেকটাই কমে গেছে। তবে আমি আশাবাদী, আদর্শের বলে বলিয়ান হয়েই ছাত্রসমাজ এগিয়ে যাবে। শিক্ষার অধিকার অধিকার ও সমাজ প্রগতির লড়াইকে বেগবান করবে।'

অনুষ্ঠানে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, 'বিশ্ববিদ্যালয়ের সবাই সংস্কৃতির কথা বলে, কিন্তু সেই সংস্কৃতির ধারে কাছেও যায় না কর্তৃপক্ষ। প্রাণ-প্রকৃতি নষ্টের পায়তারা দেখা যায় ক্যাম্পাসগুলোতে।'

শিক্ষাঙ্গনে ছাত্র নেতৃত্ব তৈরি হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, 'তথাকথিত গণতান্ত্রিক সরকার গণতন্ত্রের টুটি চেপে ধরেছে। ছাত্র আন্দোলনে স্বৈরাচারি এরশাদ সরকারের পতন হয়েছিল কিন্তু ছাত্রসমাজের ১০দফা এখনো বাস্তবায়িত হয়নি।'

সম্মেলনের উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গলবার দিনভর কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। একইদিন সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনও করেছে সংগঠনটি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh