• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ট্যাটু দিয়ে চলবে স্মার্টফোন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মার্চ ২০১৭, ১৪:২৮

শখের বসে মানুষ শরীরে নানা ধরনের ট্যাটু আঁকে। এবার সেই ট্যাটু দিয়ে চলবে স্মার্টফোন। অবাক হলেও এ ধরনের প্রযুক্তি আবিষ্কার করলেন জার্মানির সারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। নাম দিয়েছেন স্কিনমার্কস।

স্কিনমার্কস এক ধরনের আল্ট্রা সরু ইলেক্ট্রনিক ট্যাটু। এ ট্যাটুর ছোঁয়ায় চলবে স্মার্টফোন। এর সাহায্যে ফোন করা যাবে। গেম খেলা যাবে। মিডিয়া প্লেয়ারে গানও শোনা যাবে।

আপনার শরীরে যদি জন্মগত দাগ বা ছোপ থাকে সেই জায়গাগুলোকে এ ধরনের উল্কিতে পরিবর্তন করা যাবে। এছাড়া শরীরে যেকোনো জায়গায় এ উল্কি করা যায়।

বিজ্ঞানীরা জানান, আমাদের শরীরে বিশেষ কয়েকটি ‘ল্যান্ডমার্ক’ রয়েছে, যেগুলো হাড়ের গঠনগত কারণে তৈরি হয়েছে। যেমন হাত মুঠো করলে যে উঁচু ৪টি গাঁট পাওয়া যায়, সেসব জায়গায় স্কিনমার্কস করা যেতে পারে। আঙুলের ডগায়ও এ ধরনের উল্কি করা যাবে। তাতে স্মার্টফোন চালাতে সুবিধা হবে বলে জানান তারা।

স্কিনমার্কসগুলো চুলের থেকেও সরু এবং এগুলো বিদ্যুদ্বাহক পদার্থ, যার মধ্যে বিদ্যুৎ যাতায়াত করতে পারে। স্কিনমার্কসগুলো ছাপানো এক ধরনের পেপার, যেটা জলছবির মতো গায়ে লাগিয়ে দেয়া হয়।

এপি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh