• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইসলামী বিশ্ববিদ্যালয়

পুন:পরীক্ষায় মেধাতালিকার ১০ জনের ৫ জনেই ফেল

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ১৭ মার্চ ২০১৭, ১৭:৪০

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার এফ ইউনিটের পুনঃভর্তি পরিক্ষায় প্রথমবারের মেধাতালিকায় সেরা ১০ জনের ৫ জনই ফেল করেছেন। তবে যারা কৃতকার্য হয়েছেন তাদের ৪ জনই মেধাতালিকা বা অপেক্ষমান তালকায় নেই।

এফ ইউনিটভুক্ত ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মেধাতালিকার ষষ্ঠ স্থানে থাকা ৩৯২ রোলের শিক্ষার্থী এবার অপেক্ষমাণ তালিকায় ৪৪ নম্বরে রয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৬ টায় এফ ইউনিটের ফল প্রকাশ হয়। প্রথমবার এবং পুনঃপরীক্ষার ফলাফল থেকে এসব তথ্য উঠে আসে।

বৃহস্পতিবার এফ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই ইউনিটে আবেদকারী ২ হাজার ৯শ’ ৪৪ জন ভর্তিচ্ছুর মধ্যে ১ হাজার ১শ’ ১৬ জন শিক্ষার্থী পুনঃভর্তি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ৬শ’ ৭৮ জন পাস করেছেন।

গেলো ৭ ডিসেম্বর ইসলামি বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের পর থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। পরে অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ৪ মার্চ কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিলে ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। একইসঙ্গে ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

এইচটি/এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh