• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিহারিদের উচ্ছেদ স্থিতাবস্থার সময় বাড়লো

অনলাইন ডেস্ক
  ১১ আগস্ট ২০১৬, ১২:২৯

ক্যাম্পের বাহিরে বসবাসকারী উর্দুভাষী বিহারিদের উচ্ছেদ সংক্রান্ত স্থিতাবস্থার সময় ফের বাড়লো। দু’সপ্তাহ পর এ সংক্রান্ত আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে দু’দফা মেয়াদ বৃদ্ধি করা হয়।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার এই আদেশ দেন।

বিহারিদের পক্ষে শুনানিতে অংশ নেন এ এফ হাসান আরিফ ও হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গেল ২৯ মার্চ হাইকোর্টের রায়ে দেশের বিভিন্ন স্থানে ক্যাম্পের বাহিরে থাকা উর্দুভাষী অবাঙালিদের উচ্ছেদের নির্দেশ দেয়া হয়। তবে ক্যাম্পে যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তাদের পর্যায়ক্রমে পুনর্বাসন করতে সরকারকে নির্দেশ দেন আদালত।

ওই রায়ের ওপর স্থিতাবস্থা চেয়ে দু’টি আবেদন করেন রিটকারী পক্ষ। এতে বলা হয়, হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এখনো প্রকাশ পায়নি। সেটি পেলে লিভ টু আপিল করা হবে।

হাফিজুর রহমান খান বলেন, পল্লবী ক্যাম্পে অবস্থানের ওপর স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন আদালত। ফলে সেখানে বসবাসরত অবাঙালিদের উচ্ছেদ করা যাবে না।

ক্যাম্পের উর্দুভাষী অবাঙালিদের উচ্ছেদের আশঙ্কা করে ২০০২ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেন উর্দু স্পিকিং পিপলস উইথ রিহ্যাবিলিটেশন মুভমেন্টের (ইউএসপিওয়াইআরএম) সভাপতি মো. সাদাকাত খান ও শহিদ আলী বাবলু।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh