• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতীয় ঈদগাহে জামায়াত সাড়ে ৮টায়

অনলাইন ডেস্ক
  ০৬ জুলাই ২০১৬, ১২:১৪

রাজধানীতে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়। এই জামায়াতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ইমামতি করবেন। মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রানীতিবিদসহ নানা পেশার মানুষ এ জামায়াতে অংশ নেবেন।

এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে এক ঘণ্টা পর পর পাঁচটি ঈদের জামায়ত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামায়াত হবে।

এবারও দেশের বৃহত্তম ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। সকাল ১০ টায় এ জামায়াত অনুষ্ঠিত হবে।

ঈদগাহ ও বায়তুল মোকাররমসহ ঢাকার চার শতাধিক স্থানে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে এবার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতায় ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে ৪টি করে মোট ২২৮টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতায় ৩৬টি ওয়ার্ডে ৫টি করে মোট ১৮০টি ঈদ জামাত হবে।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh