• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাজন হত্যা : আপিলের রায় ১১ এপ্রিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মার্চ ২০১৭, ১৬:২৭

সিলেটের আলোচিত শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় আসছে ১১ এপ্রিল। ১৯ দিনের শুনানি শেষে এই আদেশ দেন আদালত।

রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার এ দিন ঠিক করেন।

এর আগে গেলো ৩০ জানুয়ারি পেপারবুক উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করেন রাষ্ট্রপক্ষ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির, সহকারি অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও বিলকিস ফাতেমা। আসামিদের পক্ষে ছিলেন, এস এম আবুল হোসেন, বেলায়েত হোসেন, শাহরিয়ায় ও শহিদ উদ্দিন চৌধুরী।

গেলো ২০১৫ সালের ৮ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। শিশু রাজন হত্যা মামলায় বিচারিক আদালত ১০ আসামির মধ্যে ৪ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও ৩ জনকে ৭ বছর এবং ২ জনের এক বছর করে কারাদণ্ড দেন।

রায়ে আসামিদের মধ্যে কামরুল ইসলাম, ময়না চৌকিদার, তাজউদ্দিন আহমদ বাদল ও জাকির হোসেন পাভেল আহমদের ফাঁসির আদেশ হয়। কামরুলের সহযোগি নূর মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং কামরুলের তিন ভাই মুহিত আলম, আলী হায়দার ও শামীম আহমদকে (পলাতক) সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়। এক বছর করে দণ্ড হয় দুলাল আহমদ ও আয়াজ আলীর।

গেলো ২০১৫ সালের ৮ জুলাই চুরির অভিযোগে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়। তদন্ত শেষে একই বছরের ১৬ আগস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh