• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সরকারিভাবে ৯৬ বাংলাদেশি গেলেন মালয়েশিয়া

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ মার্চ ২০১৭, ২১:০১

বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের নেয়া জিটুজি প্রক্রিয়ার পর জিটুজি প্লাস পদ্ধতিতে ফের শুরু হলো এদেশ থেকে শ্রমিক পাঠানো।

৯৬ বাংলাদেশি শ্রমিক যাবার মধ্য দিয়ে শুরু হলো মালয়েশিয়ায় নতুন করে শ্রমিক রপ্তানির আনুষ্ঠানিক যাত্রা।

শনিবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শ্রমিকরা কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছলে তাদেরকে স্বাগত জানান বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়ার স্বরাষ্ট্র, শ্রম ও ইমিগ্রেশন কর্মকর্তারা।

এসময় নানা ধরনের সচেতনতামূলক বক্তব্য দেয়ার পাশাপাশি মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে সিম কার্ড ও টি-শার্ট বিতরণ করা হয়।

দীর্ঘ জটিলতা মালয়েশিয়ায় আসতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন শ্রমিকরা।

পরে বিমানবন্দর থেকে তাদেরকে নিয়ে যান রিফ্লেকস কেয়ার এম এসডিএন বিএইচডি’র কর্মকর্তারা। ইমিগ্রেশনের কার্যক্রম শেষে এই কোম্পানির অধীনে খুব শিগগিরই কাজে যোগদান করবেন এই শ্রমিকরা।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh