• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

'নারী দিবসে কি হয় বুঝি না'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মার্চ ২০১৭, ১৬:৩৫

নারী দিবস আছে এটা জানি কিন্তু এদিন কি হয় এটা বুঝি না। বলছিলেন রাজধানীর আজিমপুর সরকারি কলোনির ভেতরে স্কুলের সামনে কাপড় বিক্রেতা রুমা বেগম।

তিনি বলেন, স্কুলের অভিভাবকদের কাছে শুনেছি ‘মা’ দিবস, নারী দিবসের কথা। কিন্তু এদিনে কি হয় তা জানি না। স্বামী-বাচ্চাগো নিয়া দু’ বেলা খাইতে পারলেই আমরা খুশি।

রুমা ১০ বছর ধরে স্কুলটির সামনে থান কাপড়, থ্রিপিস বিক্রি করছেন। ইসলামপুর ও চাঁদনীচক থেকে পাইকারী দামে কাপড় কিনে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে বিক্রি করেন।

বিয়ের পর স্বামীর 'বোন টিবি' হাড়ের রোগ হয়। নিজের সংসারের চাকা ঘুরাতে বড় বোনের পরামর্শে কাপড়ের ব্যবসায় নামেন।

রুমা বলেন, আমরা ছয় বোনের মধ্যে পাঁচ বোন কাপড়ের ব্যবসা করি। সবাইরে আল্লাহ ভালই রাখসে। আমার দু’ পোলা মাদ্রসায় পড়ে। আমার ইচ্ছা ওগোরে অনেক বড় মানুষ বানামু। কাপড় বেইচা আমি ৫ বছর আগে খোলামোড়ায় জায়গা কিনসি। দেড় বছর আগে ঘড় তুইলা এখন ওখানেই থাকি।

রুমা বলেন, এগুলা দিবস দিয়া আমরা কি করুম। সারাজীবন কষ্ট করছি। টাকা কামাই কইরা শান্তি মতো বাচঁতে চাই।

ওয়াই/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh