• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চালকবিহীন গাড়ি আনছে ‘ভক্সওয়াগন’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ মার্চ ২০১৭, ১৪:১৬

তথ্য-প্রযুক্তির এ যুগে প্রতিদিনই নতুন নতুন কিছু আবিষ্কার হচ্ছে। যোগ হচ্ছে নতুন ডিভাইস বা যন্ত্র। বিজ্ঞানীরা সব সময়ই ব্যস্ত থাকেন নতুন কোন ফিচারের খোঁজে। তেমনি জার্মানির মোটরগাড়ি কোম্পানি ভক্সওয়াগন তৈরি করেছে চালকবিহীন গাড়ি।

কোম্পানিতে নতুন সংযোজন হওয়া চালকবিহীন গাড়ির নাম ‘সেডরিক’। এ গাড়ি চালানোর জন্য দরকার হবে না কোন চালকের। রিমোটের বাটন, ভয়েস অথবা মোবাইল অ্যাপের সাহায্যেই নিয়ন্ত্রণ করা যাবে নতুন এ গাড়িটিকে।

গাড়িটির নাম সেডরিক (SEDRIC) হবার কারণ হলো এটি স্ব-নিয়ন্ত্রিত গাড়ি। Self-driving car, এর প্রতি শব্দ থেকে কয়েকটি অক্ষর দিয়ে হয়েছে SEDRIC।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় ভক্সওয়াগনের সিইও ম্যাথিস মুলার প্রথম সেডরিক গাড়ির প্রদর্শন করেন। তবে গাড়িটি কখন রাস্তায় দেখা যাবে তা জানানো হয়নি কোম্পানির পক্ষ থেকে।

এটা একটি ইলেকট্রিক গাড়ি। কণ্ঠস্বরের সাহায্যেই এটা চিনতে পারবে এর মালিককে। সঙ্গে সঙ্গেই নিজে থেকে খুলে যাবে গাড়ির দরজা। চারজন যাত্রী বসে থাকার ব্যবস্থা রয়েছে গাড়িতে। সময় কাটানোর জন্য রয়েছে টেলিভিশন। রিমোটের সাহায্যেই গাড়ির উইন্ডস্ক্রীন হয়ে যাবে এইচডি টিভিতে।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh