• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বৃষ্টিতে নগরজীবনে স্বস্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মার্চ ২০১৭, ২৩:২৯

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় রোববার বৃষ্টি হয়েছে। কয়েক জায়গায় শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টিও হয়েছে। ধুলোবালিময় রাজধানীতে বৃষ্টি হওয়ায় স্বস্তি পেয়েছে নগরবাসী।

সকাল ৬টা থেকে দুপুর ১২ টা এবং কিছু সময় বিরতি দিয়ে দুপুর ২টা থেকে পৌণে ৩টা পর্যন্ত পুনরায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে এবং কোথাও কোথাও বজ্রবৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বাতাসের সংমিশ্রণের কারণে গেলো দু'দিন বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে।

বগুড়ায় ২ মিলিমিটার, টাঙ্গাইলে ১ মিলিমিটার, রাজশাহী ময়মনসিংহ, ঈশ্বরদী ও শ্রীমঙ্গল ও ঢাকায় ১ মিলিমিটারের কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
সোমবারও ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, ময়মানসিংহ, খুলনা ,বরিশাল ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ কোথাও বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।

সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস- বৃদ্ধি পেতে পারে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে।

৮ থেকে ৯ মার্চ আবারো আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং ১০ থেকে ১২ মার্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh