• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হত্যার দেড় দশক পর ৬ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
  ০৯ আগস্ট ২০১৬, ১৭:৩১

গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত স্কুলছাত্র সানাউল্লা হত্যা মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভুইয়া এ রায় দেন। এ ছাড়া তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, আতিক শেখ, সেলিম শেখ, নয়ন শেখ, আনোয়ার হোসেন শেখ। এ ছাড়া আনোয়ারা বেগম, আবদুল মোতালেব ও শামসুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

পারিবারিক বিরোধের জের ধরে কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সানাউল্লা সরকারকে ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি হত্যা করা হয়। পরে সানাউল্লার ভাই আসাদুজ্জামান বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন। ঘটনার প্রায় দেড় দশক পর সানাউল্লা হত্যার রায় দেয়া হলো।

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh