• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশি হত্যায় দু’মালয়েশীয়ের ফাঁসি

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ মার্চ ২০১৭, ১৯:৫০

বাংলাদেশিকে হত্যার দায়ে দুই মালয়েশিয়ান অভিবাসন কর্মকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির আদালত।

শুক্রবার মালয়েশিয়ার উচ্চ আদালতের জুডিশিয়াল কমিশনার আবু বকর কাতার স্থানীয় আইনের ফৌজদারি দণ্ডবিধি ৩০২ ধারা অনুসারে এ ফাঁসির রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দু’মালয়েশিয়ান নাগরিকের নাম আমিনুদ্দিন মোহাম্মদ ইয়াসিন ও যুহাইরুল আফান্ডে জুলকাফলি। দু’জনই মালয়েশিয়ার অভিবাসন কর্মকর্তা।

২০১৪ সালের ২৯ অক্টোবর রাতে আবু বকর সিদ্দিক (৪৫) নামে আটক বাংলাদেশিকে হত্যার অপরাধ দেখানো হয় এ দুই অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে।

অভিবাসন কর্মকর্তারা আবু বকর নামের ওই ‘অবৈধ’ বাংলাদেশিকে হাজতে বন্দি অবস্থায় শারীরিক নির্যাতন করেন। পেরলিস স্বরাষ্ট্রমন্ত্রণালয় কার্যালয়ে তা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

আবু বকর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হলে ৪ নভেম্বর তিনি মারা যান। ময়নাতদন্তে জানা যায়, নির্মমভাবে পিটিয়ে জখম করার কারণেই তিনি মারা যান।

এপি/এসএস

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh