• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশে ডায়াবেটিস রোগী ৮৪ লাখ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৯

২০১৪ সালের হিসাব অনুযায়ী বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৩৯ কোটি। আর বাংলাদেশে প্রায় ৮৪ লাখ লোক ডায়াবেটিক রোগে আক্রান্ত। সচেতন না হলে আসছে ১০ বছরে এর সংখ্যা বাড়বে বলে মনে করছেন ডায়াবেটিস বিশেষজ্ঞরা।

বারডেম হাসপাতাল মিলনায়তনে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আলোচনা সভায় এসব কথা বললেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ‘পরিকল্পিত গর্ভধারণ ডায়াবেটিস প্রতিরোধের অন্যতম হাতিয়ার’।

এসময় শিশু ও নারীদের ডায়াবেটিস ঝুঁকি এড়াতে গর্ভকালীন সময়ে তা পরীক্ষা করার ওপর জোর দেন বক্তারা।

আলোচনা শেষে নিয়ম মেনে চলা ১০ জন আদর্শ ডায়াবেটিস রোগীকে পুরস্কৃত করা হয়।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh