• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি

অনলাইন ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৭

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজকাল পত্রিকার নির্বাহী সম্পাদক শওকত ওসমান রচি।

৯ সদস্য বিশিষ্ট কমিটির অপরাপর কর্মকর্তারা হলেন সহ-সভাপতি দর্পণ কবীর (এটিএন বাংলা), সহ-সম্পাদক মনজুরুল হক (টিবিএন-২৪ টিভি), কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার (সাপ্তাহিক বর্ণমালা) এবং নির্বাহী সদস্য নাজমুল আহসান (সম্পাদক-পরিচয়), সৈয়দ ওয়ালী উল আলম (প্রবাস), এবিএম সিদ্দিক (আজকাল) ও রফিকুল ইসলাম রফিক (টিবিএন -২৪টিভি)।

গেলো ২৬ ফেব্রুয়ারি আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের জরুরি সভায় উপস্থিত সাধারণ সদস্যদের কণ্ঠভোটে এ কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ বহাল থাকবে ২০১৮ সাল পর্যন্ত।

এদিন সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নাজমুল আহসান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দর্পণ কবীর।

এতে উপস্থিত অধিকাংশ সদস্য কমিটি গঠনের দাবি উত্থাপন করেন। তারা বলেন, ক্লাব গঠনের পর থেকে এ পর্যন্ত সাধারণ সভায় কণ্ঠভোটে কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আজকের সভায়ও কমিটি গঠন করার গঠনতান্ত্রিক বিধি রয়েছে।

এর প্রেক্ষিতে সদস্যদের কণ্ঠভোটে নতুন কমিটি গঠন করা হয়। একইসঙ্গে সদস্যদের সম্মতিতে ক্লাবের স্বার্থবিরোধী কর্মকাণ্ড এবং শৃঙ্খলা নষ্ট করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩ জন ক্লাব সদস্যের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়। তারা হলেন কাজী শামসুল হক, রাশেদ আহমেদ ও আকবর হায়দার কিরণ।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh