close
ঢাকা, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭ | ০২ পৌষ ১৪২৪

আর ভুল করবে না বিএনপি, আশা ওবায়দুল কাদেরের

আরটিভি অনলাইন রিপোর্ট, কুমিল্লা
|  ২০ এপ্রিল ২০১৭, ১৮:২৬ | আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৮:৪৭
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভুলে চোরাবালীতে পা দিয়ে ফাঁদে পড়েছে, এ ফাঁদ থেকে বের হতে অবশ্যই তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে নির্মানাধীন ফুটওভার ব্রিজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আমি আশা করি গত ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপি যে ভুল করেছিল সেই পুরনো ভুলের পুনরাবৃত্তি আর ঘটাবে না।

তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনে অংশ নেয়া বিএনপির সংবিধান সম্মত গণতান্ত্রিক অধিকার, তাদেরকে ডেকে আনতে হবে কেন।

এসময় সড়ক ও জনপথ বিভাগ ও কুমিল্লা সড়ক বিভাগ ও মহাসড়কের চারলেন প্রকল্পের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/সি/

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়