• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভুলেও মেকআপ না তুলে ঘুমাতে যাবেন না

লাইফস্টাইল ডেস্ক

  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫১

মানুষ সুন্দরের পূজারী। সে যেমন নান্দনিক কোনও কিছু দেখে বিমোহিত হয়, ঠিক তেমনি নিজেকেও প্রতিনিয়ত অন্যের সামনে নান্দনিক করে গড়ে তুলতে চায়। তাই সে প্রকৃতিপ্রদত্ত সৌন্দর্যের পাশাপাশি নিজেকে আরও বেশি সুন্দর করে উপস্থাপন করার জন্য কৃত্রিম উপকরণেরও সাহায্য নেয়।

বিশেষ করে কোনও অনুষ্ঠান হলে তো কথাই নেই। একটু হলেও মেকআপ করা চাই। কিন্তু বেশি মেকআপ মানুষকে সুন্দরের থেকে কিম্ভূতকিমাকারই করে তুলে। তাই মেকআপটা হওয়া চাই শরীরের গঠনের সঙ্গে মানানসই। তবে মেকআপ যেমন করেই করা হোক না কেন এর কিছু মারাত্মক ক্ষতিকর দিকও রয়েছে।

আমরা অনেক সময়েই বিয়ে বা কোনও পার্টি থেকে রাত করে বাড়ি ফিরে মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়ি। হতে পারে এটা ক্লান্তি অথবা নিছকই অনিচ্ছার কারণে। কিন্তু আপনার এই অনিচ্ছা বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন মেকআপ না তুলে ঘুমিয়ে পড়ার কারণে আপনার ত্বকের স্থায়ী ক্ষতি হতে পারে।

জেনে নেয়া যাক মেকআপ না তুলার কারণে কী কী ক্ষতি হতে পারে