• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

শ্যাম্পু করার পর চুল পরিষ্কার না হলে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ আগস্ট ২০১৮, ১১:০০

সুন্দর ঝলমলে চুল পেতে কে না চায়? ঝলমলে চুল পেতে অনেক কিছুই তো করে থাকি আমরা। তবে চুলের যত্নের ক্ষেত্রে যে বিষয়টি প্রথমে মাথায় আসে তা হলো শ্যাম্পু। শ্যাম্পু করার পরও অনেক সময় চুল ঝলমলে হয় না। আবার সারাদিনের জমা ধুলো-ময়লা ঠিক মতো পরিষ্কার হয় না।

এক্ষেত্রে চুলে শ্যাম্পু করার কিছু নিয়ম মেনে চললে চুল অনায়াসে ঝলমলে হয়ে উঠতে পারে।

১. শুকনো চুলে কিংবা চুল একটু ভিজিয়েই শ্যাম্পু দেবেন না। খুব ভালো করে অনেকখানি পানি দিয়ে চুল প্রথমে ধুয়ে নিন। এতে চুলের আলগা ময়লা অনেকটাই ধুয়ে যাবে। অল্প শ্যাম্পুতেই চুল সুন্দর পরিষ্কার হবে। যত কম শ্যাম্পু ব্যবহার করা যায়, চুলের জন্য ততই ভালো।

২. চুল ভালো করে ধুয়ে শ্যাম্পু দিন। বেশির ভাগ মানুষই মাথার তালুতে প্রথম শ্যাম্পু দেন তারপর সেখান থেকে পুরো চুলে। এই কাজটি ভুলেও করবেন না এতে তালুর চুল পড়ে যাবে। হাতে শ্যাম্পু মেখে পুরো চুলে মাখুন। সঙ্গে পানিও যোগ করুন।