• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কোন পোশাকের সাথে কেমন হিজাব

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুলাই ২০১৮, ১০:৩৬

বর্তমান সময়ে ফ্যাশনে তরুণীদের মনে বেশ খানিকটা জায়গা দখল করে নিয়েছে হিজাব। এটাকে বিভিন্ন স্টাইলে মাথায় পেঁচিয়ে নিচ্ছে তরুণীরা। হিজাব ফ্যাশনে তৈরি হচ্ছে নতুন লুক। হিজাব যেমন পর্দা করার জন্য উপকারী, ঠিক তেমনি এর রয়েছে অনেক উপকারী দিকও।

বাইরে বের হলে ত্বক এবং চুলের সব থেকে বড়শত্রু হলো ধূলাবালি ও ক্ষতিকর সূর্যকিরণের মুখোমুখি হতে হয়। শুধু বোরকার সাথে নয়, হিজাব পরতে পারেন শাড়ি, কামিজ, কুর্তা বা অন্য যে কোনো পোশাকের সাথে। স্কার্ফ ছাড়া জামার ওড়না কিংবা দোপাট্টা দিয়ে সহজেই হিজাব বানানো যায়।

কখন কেমন হিজাব পড়বেন প্রশ্ন জাগতে পারে কোন সময় কেমন করে হিজাব পরতে ভালো লাগবে। এক্ষেত্রে সঠিক সময়ের উপযুক্ত ফ্যাশনেবল হিজাব নির্বাচন করা জরুরি।

১) দিনের শুরুতে খুব সকালে মাথার উপর এভাবে পেঁচিয়ে হিজাব পরতে পারেন। এতে করে আপনার মধ্যে ক্যাজুয়াল লুকটা ফুটে উঠবে। এর সাথে চাইলে পছন্দের তালিকায় ফুলহাতার টপস রাখতে পারেন।