• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কীভাবে শাড়ির যত্ন নেবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ জুলাই ২০১৮, ১৪:১২

শত শত বছর ধরে শাড়িতে মিশে রয়েছে বাঙালিয়ানার ছাপ। উৎসবে, ঘরে-বাইরে নারী যেন শাড়িতেই অতুলনীয়। যেকোনও উৎসবেই শাড়ি যেন আরও বেশি রঙিন হয়ে ওঠে। ঈদ হোক, পুজা হোক আর অন্য যেকোনও উৎসবই হোক না কেন, অনেক আয়োজন করে কেনাকাটা করে থাকেন শাড়ি।

শাড়ি না হয় পড়লেন, কিন্তু শাড়ির যত্নের বিষয়টাও খেয়াল রাখতে হবে, সেটা অনেকেই ভুলে যান। আবার সব ধরনের শাড়ি কিন্তু একইভাবে যত্ন নেয়া যাবে না। একেক রকম শাড়ির যত্নে একেক রকম পন্থা অবলম্বন করতে হবে। চলুন জেনে নিই কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার সাধের শাড়ি।

সুতির শাড়ি

সাধারণ লন্ড্রি বা বাড়িতেই কাঁচতে পারেন, কিন্তু শাড়িতে জরির কাজ থাকলে ড্রাই ওয়াশ করাই ভালো। সুতির শাড়িতে স্টার্চ বা মাড় দিতে হয় ঠিকই, তবে বার বার মাড় দেয়ার কারণে সুতি শাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে।

----------------------------------------
আরও পড়ুন : সুন্দর চুলের জন্য ৭ টিপস
----------------------------------------

বেনারসি

বাড়িতে নয়, একমাত্র বেনারসি শাড়ির কারিগরদের হাতেই ওয়াশ করাবেন টিস্যু শাড়ি। সাধারণ ড্রাই ক্লিনিং করলে শাড়িতে ভাঁজ পড়ে যেতে পারে।

শিফন শাড়ি

এ শাড়ি খুবই নাজুক। রোলার আয়রন ব্যবহার করবেন না, এতে শিফনের স্বাভাবিক ভাঁজ নষ্ট হয়ে যায়। সেফটিপিনও ব্যবহার না করা ভালো। ভারি অ্যাম্ব্রয়ডারি করা শিফন হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না, নকশার ভারে শাড়ি ছিঁড়ে যেতে পারে।

(সৌজন্যে- লুক অ্যাট মি)

আরও পড়ুন :

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বোরকা পরে গেলেও মানুষ চিনে ফেলে’
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
লঞ্চ-ট্রেন-বাসে যাত্রী চাপের মধ্যেই রাজধানীতে ফিরছে মানুষ
ঈদে মেয়ে ও জামাইকে কাপড় দিতে না পেরে আত্মহত্যা
X
Fresh