• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রসগোল্লা বানান ঘরে বসেই

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জুলাই ২০১৮, ১৪:৪৪

পরীক্ষার ফলপ্রকাশ হলেই পড়ে যায় মিষ্টি কেনার ধুম। কেমন হতো যদি ঘরে বসেই বানাতে পারতেন মিষ্টি। রসগোল্লা আমাদের দেশের ‍খুবই জনপ্রিয় একটি মিষ্টি। রেসিপি দেখে জেনে নিন কীভাবে বানাবেন রসগোল্লা।

বানাতে যা লাগবে

তরল দুধ ১ লিটার, সিরকা/লেবুর রস-২ থেকে ৩ টেবিল চামচ (সমপরিমান পানি দিয়ে মিলানো), ময়দা-১/২চা চামচ, চিনি-১/২ চা চামচ।

সিরার জন্য : ১কাপ চিনি, ৪ কাপ পানি, এলাচ- ২/৩টা