• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ঈদ শপিংয়ে যেসব ব্যাপারে খুব সাবধান থাকতে হবে

লাইফস্টাইল ডেস্ক

  ১১ জুন ২০১৮, ১৩:৪০

চলছে জমজমাট ঈদ শপিং। এই সময়টিতে নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং ঈদের অনাবিল আনন্দ ও শান্তি অটুট রাখতে নাগরিকদের জন্য বেশকিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চলুন জেনে নেই ঈদে মার্কেট আর শপিংমলে যেসব ব্যাপারে সতর্ক থাকতে হবে।

১) ব্যাংক থেকে টাকা উত্তোলন এবং টাকা বহনে সর্বদা সতর্ক থাকুন। বড় অংকের অর্থ বহনে প্রাইভেটকার কিংবা মাইক্রোবাস ব্যবহার করুন। প্রয়োজনে অর্থ স্থানান্তরে পুলিশের সহায়তা নিন।

২) গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত স্থান ব্যবহার করুন।

৩) গাড়ি পার্কিং শেষে গাড়ির দরজা লক করেছেন কিনা তা যাচাই করে নিন। মটরবাইক এর উভয় চাকায় লক ব্যবহার করুন। অননুমোদিত স্থানে মটর বাইক রাখবেন না।

৪) মার্কেট কিংবা বিপনী বিতানে গমনের সময় দামি অলংকারাদি ব্যবহার থেকে বিরত থাকুন।

৫) মার্কেট/শপিং মলে প্রবেশ ও বের হওয়ার সময় অনাকাঙ্খিত ভিড় ও ধাক্কাধাক্কি পরিহার করুন।

৬) পকেটমার, ছিনতাইকারী, প্রতারক ও দুষ্কৃতিকারী হতে সাবধান হোন।
--------------------------------------------------------
আরও পড়ুন : খেজুর কী ডায়াবেটিস রোগীদের জন্য ভালো?
--------------------------------------------------------

৭) যতদূর সম্ভব দিনের আলোয় কেনাকাটা শেষ করার চেষ্টা করুন। ঝুঁকি এড়াতে অধিক রাতে কেনাকাটা পরিহার করুন।

৮) ইভটিজিং রোধে মার্কেট কমিটি/পুলিশকে অবহিত করুন।

৯) মার্কেট/শপিং মলের সামনে কোনও সন্দেহজনক লোককে ঘোরাফেরা করতে দেখলে সঙ্গে সঙ্গে তা পুলিশকে অবহিত করুন।

যেকোনো সময় যেকোনো প্রয়োজনে সাহায্য পেতে সরাসরি ফোন করুন নিম্নলিখিত নম্বরে।

জাতীয় জরুরি সেবা: ৯৯৯

পুলিশ কন্ট্রোল রুম: ০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০।

ট্রাফিক কন্ট্রোল রুম: ০১৭১১-০০০৯৯০, ০১৭০৭-৮০৬১১১, ০১৭০৭-৮০৬২২২, ০১৭০৭-৮০৬৮৮৮।

ডিবি কন্ট্রোল রুম: ০২-৯৩৬২৬৪০, ২২৬৭০(ডিএমপি)

ডিএমপি মিডিয়া সেন্টার: ০১৭১৩-৩৯৮৭৫৬-৭

আরও পড়ুন :

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
ইরান-ইসরায়েল যুদ্ধের শঙ্কা, ভ্রমণে সতর্কতা
ইসরায়েলে কর্মরত মার্কিনীদের সতর্কতা যুক্তরাষ্ট্রের
ঈদের ছুটিতে নিরাপদে ভ্রমণের জন্য কিছু সতর্কতা
X
Fresh