• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আজ ঢাকায় কোথায় কী হচ্ছে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ মে ২০১৮, ১২:৩১
প্রাঙ্গনেমোরের ‘আমি এবং রবীন্দ্রনাথ’ নাটকের একটি দৃশ্য

আজ শুক্রবার, ৪ মে রাজধানী ঢাকায় রয়েছে নানা আয়োজন। লম্বা ছুটিতে অনেকেই চলে গেছেন ঢাকার বাইরে। তবে যারা যাননি তারা নানা আয়োজনে কাটাতে পারেন অবসর সময়টি। আজ বেশ কয়েকটি আর্ট এক্সিবিশিনের পাশাপাশি আছে ফটোগ্রাফি এক্সিবিশিন ও নাটক। আর রেডিওহেডের ফ্যানদের জন্য ইন্দালো নিয়ে এলো বিশেষ ট্রিবিউট কনসার্ট। সময় সুযোগ বুঝে ঘুরে আসুন কোথাও থেকে। চলুন দেখে আসি আজকের ঢাকায় কোথায় কী হচ্ছে।

‘সাইলেন্ট রেভেল্যাশনকনটেমপরারি আর্ট এক্সিবিশিন

শিল্পী: মোহাম্মদ ইকবাল

আয়োজনের স্থান: এজ গ্যালারি( ধানমন্ডি এবং গুলশান)

সময়: সকাল ১০টা থেকে রাত ৮টা

একক আলোকচিত্র প্রদর্শনী ‘ফটোজিয়াম বাই নাসির আলী মামুন

আয়োজনের স্থান: নলিনী কান্ত ভট্টশালী গ্যালারি, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি

সময়: সময় সকাল ১০টা ৩০- সন্ধ্যা ৮টা

কনসার্ট ‘নো সারপ্রাইজেস: এ রেডিওহেড ট্রিবিউট

ব্যান্ড দল: ইন্দালো

আয়োজনের স্থান: রাশিয়ান কালচারাল সেন্টার

সময়: বিকাল ৩টা ৩০ মিনিট

নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ

নাট্যদল: প্রাঙ্গণেমোর

আয়োজনের স্থান: মহিলা সমিতি মিলনায়তন, নাটক সরণি

সময়: সন্ধ্যা ৭টা

নাটক ‘মায়ানদী

নাট্যদল: থিয়েটার

আয়োজনের স্থান: এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি

কেএইচ/ জেএইচ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাঙালি সংস্কৃতির বিকাশে পহেলা বৈশাখ অবিনাশী শক্তি’
‘নদীর স্রোতের মতোই আমাদের সংস্কৃতি তীব্র গতিতে বহমান’ 
ঈদে ইত্যাদিতে দেখা যাবে ভিন্নধর্মী নাচ
নির্বাচনী সংস্কৃতির চিরন্তন পাঠটি সুখকর না
X
Fresh