• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আজ ঢাকায় কোথায় কী হচ্ছে

লাইফস্টাইল ডেস্ক

  ০৬ এপ্রিল ২০১৮, ১২:৫৯

আজ শুক্রবার, ৬ এপ্রিল রাজধানীতে রয়েছে নানা আয়োজন। বিভিন্ন আয়োজনে কাটাতে পারেন অবসর সময়টি। রাজধানীর নানা প্রান্তে অনেকগুলো কনসার্টের পাশাপাশি রয়েছে গ্রুপ আর্ট এক্সিবিশন ও মঞ্চনাটকের বাহারি সম্মিলন। ছুটির দিনের ঢাকা নিয়েই সাজানো হয়েছে এই আয়োজন। শিডিউল দেখে পছন্দের অথবা বাসা থেকে কাছাকাছি কোনো প্রদর্শনীতে ঘুরে আসতে পারেন।

সোলো পেইন্টিং এক্সিবিশন ‘পিস বাই শাহাবুদ্দীন আহমেদ’

আয়োজনের স্থান: দুই নম্বর গ্যালারি, ন্যাশনাল আর্ট গ্যালারি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

সময়: সকাল ১১টা থেকে রাত ৮টা।

সোলো আর্ট এক্সিবিশন ‘লাইফ ইন মিরর’

শিল্পী: জাহাঙ্গীর হোসেন

আয়োজনের স্থান: ডিডি গ্যালারি, গুলশান

সময়: দুপুর ১২টা থেকে রাত ৯টা

কনসার্ট ‘কানসূতা- এক নির্ঝরের গান’

আয়োজক: গানশালা

শিল্পী: আরমিন, অর্ক, জয়িতা

আয়োজনের স্থান: ছায়ানট

সময়: সন্ধ্যা ৬.৩০

লাইভ পারফরমেন্স

আয়োজক: যাত্রা বিরতি

আয়োজনের স্থান: যাত্রা বিরতি, বনানী

সময়: সন্ধ্যা ৭টা

আর্ট ইভেন্ট ‘বৈশাখী কলরব’

আয়োজক: শূন্য আর্ট স্পেস, মোহাম্মদপুর

সময়: সকাল ১১টা থেকে রাত ৮টা

নাটক ‘গুণজান বিবির পালা’

নাট্যদল: পদাতিক

আয়োজনের স্থান: জাতীয় নাট্যশালার মূল হল

সময়: সন্ধ্যা ৭টা

নাটক ‘নিত্যপুরাণ’

নাট্যদল: দেশ নাটক

আয়োজনের স্থান: এক্সপেরিমেন্টাল হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

সময়: সন্ধ্যা ৭টা

কেএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘চলচ্চিত্র উৎসবের শুরুর সাংস্কৃতিক অনুষ্ঠান আমাকে মুগ্ধ করেছে’
X
Fresh