• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আজ ঢাকায় কোথায় কী হচ্ছে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ মার্চ ২০১৮, ১৩:৪৪

আজ শুক্রবার, ৯ মার্চ রাজধানীতে রয়েছে নানা আয়োজন। আজকের দিনে ঢাকায় নানা আয়োজনে কাটাতে পারেন অবসর সময়টি। রাজধানীর নানা প্রান্তে অনেকগুলো গ্রুপ আর্ট এক্সিবিশনের পাশাপাশি রয়েছে খ্যাতনামা নাট্যদলগুলোর নামকরা নাটকের প্রদর্শনী। ছুটির দিনের ঢাকা নিয়েই সাজানো হয়েছে এই আয়োজন।

আর্ট এক্সিবিশন ‘শহরনামা’

আয়োজনের স্থান: ডেইলি স্টার বেঙ্গল আর্ট প্রিসিংট

সময়: সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা

দ্য রেড থ্রেড অব বাংলাদেশ: কাঁথা প্রদর্শনী

শিল্পী: তার্শিতো

আয়োজক: এজ, কান্ট্রিইয়ার্ড

আয়োজনের স্থান: দ্য কোর্টইয়ার্ড বে’স পার্ক হেইটস, কলাবাগান, ধানমন্ডি

সময়: সকাল ১০টা থেকে রাত আটটা

--------------------------------------------------------
আরও পড়ুন: ওমর সানীর মৃত্যু গুজব, বিরক্ত ছেলে
--------------------------------------------------------

ইম্মেনসিটিঃ গ্রুপ আর্ট এক্সিবিশন

আয়োজনের স্থান: আবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস, এজে হেইটস, বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউ

সময়: সকাল ১০টা থেকে রাত ৮টা।

নাটক ‘সারারাত্তির’

দল: তীরন্দাজ রেপোর্টরি

আয়োজনের স্থান: কাগজিতোলা লেন, সুত্রাপুর

সময়: সন্ধ্যা ৬ টা ৩০

নাটক ‘ভঙ্গবঙ্গ’

দল: আরণ্যক

আয়োজনের স্থান: মহিলা সমিতি অডিটোরিয়াম

সময়: সন্ধ্যা ৭টা

নাটক ‘পাঁঞ্জরে চন্দ্রাবন’

আয়োজক: নাট্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

আয়োজনের স্থান: এক্সপেরিমন্টাল থিয়েটার হল

সময়: সন্ধ্যা ৭টা

গ্রুপ আর্ট এক্সিবিশন ‘আমরা মেয়েরা’

আয়োজক: ইএমকে সেন্টার

আয়োজনের স্থান: ইএমকে সেন্টার, ধানমন্ডি

সময়: সকাল ৯:৩০- রাত ৮টা

আরও পড়ুন:

কেএইচ/পিআর

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির ভর্তি পরীক্ষার ফল যেভাবে জানবেন
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে ভোগান্তির শঙ্কা
X
Fresh