• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চুল ছাড়াও নারকেল তেলের আছে নানা ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫২

ছেলেবেলায় দাদি-নানিদের চুলে তেল লাগানোর দৃশ্যটি বহুল পরিচিত। আসলে নারকেল তেল চুলে লাগায় ছেলেবুড়ো কমবেশি সবাই। চুলে লাগানো ছাড়াও নারকেল তেলের আছে বহুবিধ ব্যবহার। চলুন জেনে নিই—

১. মেকআপ রিমুভারের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় নারকেল তেল।

২. নখের পাশের চামড়া মোটা হয়ে খসখসে হয়ে গেলে সেটা সামলাতে লোশনের পরিবর্তে ব্যবহার করুন নারকেল তেল।

৩. সমপরিমাণ নারকেল তেল ও অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান মিশিয়ে সেটা দিয়ে মেকআপ ব্রাশ পরিষ্কার করা যায়।

৪. নারকেল তেলের সাথে চিনি মিশিয়ে প্রাকৃতিক বডি স্ক্রাব তৈরি করা যায়।

৫. নারকেল তেল ব্যবহার করে রোধ করা যায় ঠোঁটের চামড়া ফেটে যাওয়া সমস্যা।

৬. এ তেল ব্যবহার করে মেকআপ করার পর চিকবোন হাইলাইট করতে পারবেন।

৭. ত্বক হাইড্রেট করতে খুবই কার্যকরী নারকেল তেল।

৮. বুকে জমে যাওয়া কফ দূর করতে নারকেল তেলের মাধ্যমে ঘরে বসেই বানিয়ে নিতে পারেন কনজেশন রিলিফ ক্রিম। আধা কাপ নারকেল তেল, রোজমেরি, দারচিনি ও ইউক্যালিপটাস এসেনশিয়াল তেল একসাথে মিশিয়ে নিন এবং বুকে মালিশ করুন।

৯. এ তেলটি ব্যবহার করে ত্বক ফাটা দাগ দূর করা যায়। তবে নিয়মিত ব্যবহার করতে হবে।

১০. নরম কোমল মোলায়েম পায়ের জন্য নারকেল তেল পায়ে মেখে মোজা পড়ে ঘুমাতে যান।

১১. আইশ্যাডো গুঁড়োতে একটু নারকেল তেল মিশিয়ে নিজের পছন্দের রঙের লিপগ্লস তৈরি করতে পারেন।

১২. চোখের নিচের ফোলাভাব দূর করতে একটি কটনপ্যাডে নারকেল তেল লাগিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এরপর চোখের নিচে লাগিয়ে রাখুন। চোখ ফোলা কমে যাবে।

আরও পড়ুন:

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
বাড়ল সয়াবিন তেলের দাম
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
ইসরায়েলে হামলার পর কমেছে তেলের দাম
X
Fresh