• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সহজে পরিষ্কার রাখুন আপনার ঘর

লাইফস্টাইল ডেস্ক

  ০২ জানুয়ারি ২০১৮, ১৬:১৫

পরিষ্কার-পরিচ্ছন্ন ঘর সবার পছন্দ। কিন্তু পরিষ্কার রাখার কাজ অনেক বেশি কষ্টের ও সময়সাপেক্ষ। তবে কিছু কৌশল জানা থাকলে এই কাজটি করা যাবে খুব সহজ এবং কম সময়ে। চলুন জেনে নিই ঘর পরিষ্কার রাখার উপায়-

• কাপড়ের জুতা পরিষ্কার রাখার জন্য টুথপেস্ট ব্যবহার করুন। জুতার ওপর টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে ঘষুন। ময়লা উঠে যাবে।

• হাঁড়ির পোড়া দাগ দূর করতে পানি, ভিনেগার দিয়ে গরম করুন। এবার চুলা নিভিয়ে তাতে বেকিং সোডা ঢেলে দিন। এরপর পানি ফেলে দিয়ে নরম ছোবা দিয়ে পরিষ্কার করলে সহজে পোড়া দাগ চলে যাবে।

• গ্লাস ভেঙে গেলে কাঁচের ছোট ছোট টুকরা পরিষ্কার করার জন্য পাউরুটি ব্যবহার করুন। টুকরাগুলোর পাউরুটি চেপে ধরুন। এতে কাঁচ পাউরুটিতে লেগে যাবে।

• ফ্যান পরিষ্কার করার জন্য বালিশের কভার ব্যবহার করুন।

• জুতার ভিতরের গন্ধ দূর করতে বেকিং সোডা ছিটিয়ে দিন কিংবা ব্যবহৃত টি-ব্যাগ রেখে দিন।

• মাইক্রোওভেন পরিষ্কার করতে সমপরিমাণ পানি এবং ভিনেগার মিশিয়ে ওভেনে ৫ থেকে ৬ মিনিট গরম করে নিন এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।

• সোফা বা তোষকের গন্ধ দূর করতে বেকিং সোডা ছিটিয়ে ২০মিনিট অপেক্ষা করুন। এরপর ব্রাশ দিয়ে ঝেরে ফেলুন।

• ফ্রিজের ওপরের অংশে (স্টেইনলেস স্টিল) হাতের ময়লা ছাপ বা খাবারের দাগ লেগে যেতে পারে। তাই এই দাগ তুলতে সমপরিমাণ পানি এবং ভিনেগারের মিশ্রণ ব্যবহার করুন। মিশ্রণটি স্প্রে করে নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে দাগ সহজে উঠে যাবে এবং চকচক করবে।

• কল বা ঝরনার ওপর পানি জমে থাকার দাগ দূর করতে ভিনেগার ব্যবহার করুন। একটি পলিথিন ব্যাগে ভিনেগার নিয়ে তা কলের মুখে বেঁধে রাখুন এবং ৩০ মিনিট পর খুলে নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।

• ফ্রিজের ভিতরে কিংবা ময়লার বালতির দুর্গন্ধ দূর করতে লেবু কেটে দিয়ে রাখুন। এতে গন্ধ চলে যাবে।

• ইস্ত্রি পরিষ্কার রাখার জন্য একটি কাগজের মধ্যে কিছু লবণ ছিটিয়ে ইস্ত্রিটি উপর করে রাখুন। এবার মেশিনটি চালু করে সর্বোচ্চ হিট দিন এবং লবণের মধ্যে ঘষুন। এরপর বন্ধ করে নরম কাপড় ভিজিয়ে মুছে ফেলুন। দেখবেন খুব সহজেই ময়লা উঠে আসবে।

এন/পি

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দস্যুদের নতুন কৌশলের কথা জানালেন নাবিক
গুলশানে ফল বিক্রেতাদের হামলায় প্রকৌশলীসহ আহত ৩
বুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শাশুড়িকে নিয়ে যে মন্তব্য করলেন ক্যাটরিনা
X
Fresh