• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চলুন এই শীতে ঘুরে আসি কাশ্মীর

পলাশ প্রধান

  ০৫ ডিসেম্বর ২০১৭, ১৩:২২

সৌন্দর্যের লীলাভূমি ভূস্বর্গ কাশ্মীর সম্পর্কে জানা ও দেখার ইচ্ছা সেই স্কুল জীবন থেকে। বইয়ের পাতায় কাশ্মীরের দৃষ্টিনন্দন নৈসর্গিক নয়নাভিরাম শোভার বর্ণনা পড়ে মুগ্ধ হতাম আর মনে মনে স্বপ্ন দেখতাম আহ! যদি চোখে দেখতে পারতাম অপরূপ কাশ্মীর। ছোট বেলার সেই স্বপ্ন পূরণ হলো গত মাসে।

কাশ্মীর অনেকগুলি নামে পরিচিত। যেমন- ঋষিভূমি, যোগীস্থান, শারদাপীঠ বা শারদাস্থান ইত্যাদি। তবে সম্রাট জাহাঙ্গীরের দেয়া ‘ভূস্বর্গ’ নামটিই সবচে জনপ্রিয় হয়ে উঠেছে। কাশ্মীরকে বলা হয় সুখী উপত্যকা।

পুরাকাল থেকেই কাশ্মীরের কাহিনী শুনে আসছে জনগণ।

মহাভারতে কাশ্মীরের আখ্যান মেলে। ধারণা করা হয় অতীতে কাশ্মীর ছিল জলমগ্ন। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর। শীতকালের রাজধানী জম্মু। ডাল লেক এবং ঝিলাম নদী শ্রীনগরের দুই হৃৎপিণ্ড। ১ হাজার ৭শ’ ৬৮ মিটার উঁচুতে প্রায় ১শ’ ১৪ বর্গ কিলোমিটার উপত্যকা জুড়ে লেক ও বাগিচায় সুশোভিত আধুনিক শহর শ্রীনগর। আর ঝিলাম নদীর উত্তর-পশ্চিম এলাকা জুড়ে শহর। শহরের জনসংখ্যা প্রায় ১২ লাখ। শ্রীনগর থেকেই মূলত পর্যটকদের ভ্রমণ তালিকা তৈরি হয়।