• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রোদ বৃষ্টিতে ছাতা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ আগস্ট ২০১৭, ১৫:৪৯

এ সময় আকাশে রোদ-বৃষ্টির খেলাটা বোঝা মুশকিল। কড়া রোদের মাঝে হঠাৎ আকাশ কালো হয়ে যে কোনো সময় বৃষ্টি নামা অস্বাভাবিক কিছু নয়। তাই এ সময় আপনার সবচে’ প্রিয় সঙ্গীটি হতে পারে একটি ছাতা, যে রোদ থেকে তো বাঁচাবেই আবার হঠাৎ নেমে পড়া অনাকাঙ্ক্ষিত বৃষ্টি থেকেও দেবে সুরক্ষা। বিশেষ করে যারা প্রয়োজনের তাগিদে প্রতিনিয়ত বাইরে ছোটাছুটি করেন, তাদের কাছে এর কোনো বিকল্প নেই।

কেননা এ গরমে ঘর্মাক্ত শরীরে হঠাৎ বৃষ্টিতে ভিজলে যে কোনো সময় বেধে যেতে পারে সর্দি-কাশি, ঠাণ্ডা-জ্বর, মাথাব্যথাসহ বিভিন্ন রোগ। বাজারে সারাবছরই বিভিন্ন নকশার ছাতা পাওয়া যায়। ছোটদের জন্য রয়েছে বিভিন্ন রঙের কার্টুনের ডিজাইন করা ছাতা আবার মেয়েদের জন্য রয়েছে ফ্যাশনেবল পুঁতি কিংবা জরির কাজ করা ছাতা।

তাহলে জেনে নিন কেমন ছাতা আপনার কেনা উচিত।

  • সাধারণত ছাতার কথা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে কালো একটি বস্তুর প্রতিচ্ছবি। কিন্তু কালোর পাশাপাশি এখন বাহারি রঙের ছাতা বাজারে পাওয়া যায়। বর্তমানে তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে বাজারে এসেছে অনেক ফ্যাশনেবল ছাতা। চাইলে আপনার পোশাকের সঙ্গে কালার ম্যাচ করে কিনে নিতে পারেন পছন্দের ছাতাটি।
  • যারা অফিস-আদালত কিংবা কলেজ-বিশ্ববিদ্যালয়ে যান তারা ব্যাগে বা পকেটে রাখতে সুবিধা হয় এমন তিন ভাঁজ বিশিষ্ট ছাতা কিনতে পারেন।
  • ছাতা কেনার সময় শুধু ফ্যাশনের দিকে নজর না রেখে টেকসইয়ের কথাও ভাবা দরকার।
  • ছাতার কাপড়টা অবশ্যই ভালো মানের দেখে নিতে হবে।
  • লেডিস ফ্যাশনেবল ছাতায় পুঁতি কিংবা জরির কাজ নিতে গেলে অবশ্যই ভালো করে দেখে নিতে হবে।
  • ছাতার হাতলের অংশটি টেকসই এবং মজবুত কিনা দেখে কিনতে হবে।
  • টিপ বাটনের ছাতা কিনলে বাটনটি ঠিকমতো কাজ করে কি না, সেটা যাচাই করে নিতে হবে।
  • ছাতার প্রতিটি রড ঠিকমতো সেলাই করা আছে কি না, তা বারবার খুলে বন্ধ করে দেখে নিতে হবে।
  • ছাতায় কমপক্ষে ৯টি লোহার শক্ত শিক লাগানো থাকতে হবে।
  • ছাতা ব্যবহারে ভিজে যাওয়ার পর কিছুক্ষণ মেলে রেখে পানি ঝরাতে হবে। তারপর ভাঁজ করে ছাতার ব্যাগে ভরে রাখলে ছাতা ভালো থাকবে।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh