• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কেমন হবে ঈদ মেকআপ

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৫ জুন ২০১৭, ১৪:৩৫

বছর ঘুরে আবার চলে এলো ঈদ। তবে এবার ঈদ যেহেতু গরমকালে তাই সাজসজ্জা বিষয়টির প্রতি হতে হবে একটু বেশি যত্নশীল।আর ঈদের দিনে গরমের প্রভাবে মেকআপ ঠিক রাখা আরও বড় একটি সমস্যা। গরমে বেশি মেকআপ করলে তা ঠিক রাখা যায় না। তাই এবার ঈদে মেকআপ করতে হবে খুব সাবধানে। এবার ঈদে হালকা মেকআপ করাই ভালো।আমাদের দেশের আবহাওয়ায় মেকআপ গলে যায় খুব সহজেই। ঈদের দিনে কোনো দাওয়াতে যাবার সময় কিভাবে মেকআপ করলে আপনার মেকআপ সহজে গলবে না তারও রয়েছে কিছু উপায়।

চলুন জেনে নেয়া যাক এই গরমে মেকআপ ঠিক রাখার কিছু উপায় সম্পর্কে।

  • মুখের বেস শুরু করার আগে মুখে এক টুকরো বরফ ঘষে নিন। এটি মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। চাইলে বরফ ঘষার আগে স্ক্রাব করে নিতে পারেন। এতে ত্বকের অমসৃণ ভাব কেটে যাবে এবং মেকআপ করার পর কেকি ভাবটা থাকবে না।
  • মেকআপের আগে ময়েশ্চারাইজার ব্যবহার করুন তবে অয়েল ফ্রি। আর যাদের ত্বক শুষ্ক তারা সাধারণ ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
  • মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্রাইমার’র জুড়ি নেই। মেকআপ ঠিকঠাক রাখতে এটি বেশ কার্যকরী।
  • এ গরমে ফাউন্ডেশন এড়িয়ে যাওয়াই ভালো। এর বদলে বিবি ক্রিম ব্যবহার করুন। তবে যদি ফাউন্ডেশন ব্যবহার করতেই হয় তবে অয়েল ফ্রি ফাউন্ডেশন ব্যবহার করবেন। শুষ্ক ত্বকের অধিকারীরা ময়েশ্চারাইজারের সাঙ্গে সামান্য ফাউন্ডেশন মিশিয়ে ব্যবহার করুন। এটি মেকআপ দীর্ঘস্থায়ী করে। তবে এটি সেট করার জন্য ব্যবহার করুন কমপ্যাক্ট বা ফেসপাউডার। কন্সিলার দিয়ে ঢেকে ফেলুন খুঁতগুলো। সবশেষে ব্রাশ দিয়ে আরও এক পরত পাউডার বুলিয়ে নিন টি জোনে।
  • চোখের সাজের ক্ষেত্রে ম্যাট পাউডার বেসড আই শ্যাডো ব্যবহার করুন। দিনের বেলায় হালকা সাজের জন্য ব্যবহার করুন পেন্সিল কাজল ও পেন্সিল আইলাইনার। ছড়িয়ে যাওয়া রোধ করতে এর অপর হালকা পাউডার দিয়ে নিন। মাশকারাও হতে হবে ওয়াটার প্রুফ। আর রাতের সাজের জন্য ওয়াটার প্রুফ আই লাইনার। এতে করে ঘাম হলেও তা থেকে চোখের সাজ নষ্ট হবে না সহজে।
  • গরমে ম্যাট লিপস্টিক ব্যবহার সবচে’ সুবিধাজনক। সেমি ম্যাট হলেও সমস্যা নেই তবে এর বাইরে না যাওয়াই ভালো। লিপস্টিক লাগানোর পর সামান্য পাউডার দিয়ে নিলে অনেকক্ষণ পর্যন্ত থাকবে।
  • ব্লাশন দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করুন পাউডার বেসড ব্লাশ।
  • সবশেষে মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করুন। সেটিং স্প্রে না থাকলে সামান্য গোলাপজল স্প্রে করুন, কারণ এটিও প্রায় একই ভাবে মেকআপকে সেট করার কাজ করে।
  • মেকআপ শেষ করার পর হাত দিয়ে মুখের ত্বক স্পর্শ করা থেকে বিরত থাকুন। ঘাম হলে টিস্যু দিয়ে আলতো করে চেপে মুছে নিন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh