• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মেহেদির রঙে নিজেকে রাঙান

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৫ জুন ২০১৭, ১১:১৭

ঈদের কেনাকাটায় সবচে’ প্রয়োজনীয় জিনিসটি নিয়েছেন কি? হ্যাঁ মেহেদি। জামাকাপড়, প্রসাধন কেনার পরও ঈদের আনন্দটা ফিকে হয়ে যায় যদি মেহেদি রাঙা হাত না থাকে। ঈদ মানেই খুশি আর আনন্দ।

সেই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে আমাদের কত আয়োজন। তার মধ্যে মেহেদি পরানো বা পরার মতো আনন্দের কোনো বিকল্প নাই। সাধারণত আমরা মেহেদি পরি ঈদের আগের দিন রাতে।

হাতের আকৃতি ও গঠন অনুযায়ী মেহেদির ডিজাইন বেছে নিন। আবার কি ধরনের পোশাক পরেছেন সেটাও বিবেচ্য। বাংলাদেশের মেয়েরা মেহেদি নকশার ক্ষেত্রে একটু ভরাট, দীর্ঘ কারুকার্যময় জটিল ডিজাইন পছন্দ করে, বিশেষ করে কনের বাহু থেকে আঙ্গুলের নখ পর্যন্ত ডিজাইন করা তো এখন জনপ্রিয় বিষয়।

এছাড়া নানান রঙের মেহেদির সঙ্গে গ্লিটার ও স্টোনের ব্যবহার মেহেদির নকশায় যোগ করতে পারে ভিন্ন মাত্রা। মেহেদি নকশা আকার ধরনেও থাকতে পারে বৈচিত্র্য। আঙুলের এক পাশে, শুধু কবজিতে অথবা হাতের যে কোনো এক পাশে করতে পারেন নকশা।

বাজারে হরেক রকমের মেহেদির মধ্যে বেছে নিতে পারেন মমতাজ অথবা মমতাজ ব্র্যান্ডের নতুন সুলতানা ন্যাচারাল মেহেদি।

সাইজ অনুযায়ী ৪৫ থেকে ৬০ টাকার মধ্যেই মমতাজ ও সুলতানা মেহেদির নানা আকারের টিউব পাবেন, তার সঙ্গে আছে ডিজাইন বই যার সাহায্যে পছন্দ মতো নানা ধরনের নকশা করতে পারবেন।

তাহলে জেনে নিন মেহেদি লাগানোর কিছু সতর্কতা ও রঙ গাঢ় করার কিছু উপায় সম্পর্কে।

  • মেহেদি লাগানের আগে হাত ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। কোনো ধরনের ময়েশ্চারাইজার লাগানো যাবে না।
  • টিউব মেহেদি বা কৃত্রিম মেহেদি দিয়ে নকশা করার আগে হাতে একটু লাগিয়ে নিন। দেখুন এতে এলার্জি বা জ্বলুনি হচ্ছে কিনা।
  • কেনার আগে মান ও মেয়াদ দেখুন। পার্লারে লাগানের আগে দেখে নিন ভালো মানের নতুন মেহেদি কিনা।
  • শিশুদের জন্য মেহেদি পাতার পেস্ট ব্যবহারই ভালো। কৃত্রিম মেহেদি কখনোই নয়।
  • গাঢ় রঙ পেতে আগের দিন বা রাতে মেহেদি লাগানোই ভালো। সম্ভব হলে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে লাগিয়ে শুয়ে পড়ুন। পরের দিন সকালে তুলে ফেলুন।
  • তোলার পরপরই হাত ধুয়ে ফেলবেন না বা পানি দিয়ে শুকিয়ে যাওয়া মেহেদি তুলবেন না।
  • তুলে ফেলার পর কমপক্ষে ৬ ঘণ্টা পানি বা সাবান ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলুন।
  • হাত ভর্তি মেহেদি দিলে ডিজাইন যেন সূক্ষ্ম হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
  • মেহেদির রঙ বেশি লাল করতে মেহেদি শুকিয়ে ওঠানোর পর চিনি ও লেবুর রস ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে চিনি ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে হাতের উপর রেখে শুকালেই রঙ বাড়বে। তাছাড়া রঙ অনেকদিন রাখতে সাবান কম ব্যবহার করুন।

আরকে

মন্তব্য করুন

daraz
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
X
Fresh